তিলক রায় টুলু পূর্বধলা নেত্রকোনা থেকে
শ্যামগঞ্জ-পূর্বধলা বিরিশিরি সড়কে দ্রুতগামী একটি ্ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ট্রাকটি অটোরিক্সাসহ রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই রিতু আক্তার (২৮) নামে একজন মহিলা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অটো রিক্সার চালক নূরুউদ্দিন ও নিহত রিতু আক্তারের স্বামী আবুল কালাম আহত হয়।
শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুর সারে ১২টার দিকে শ্যামগঞ্জ পূর্বধলা-বিরিশিরি সড়কের তোলা পাবই নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রিতু আক্তার উপজেলার কলুংকা গ্রামের আবুল কালামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় উপজেলার কলুংকা গ্রামের আবুল কালাম ও তার স্ত্রী রিতু আক্তার ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে অটো রিক্সা যেগে শ্যামগঞ্জে আসার সময় পূর্বধলা উপজেলার তোলা পাবই নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটো রিক্সাটিকে ধাক্কা দিয়ে অটো রিক্সা সহ রাস্তার পাশে খাদে পড়ে গেলে একজন নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
খবর পেয়ে নেত্রকোনা ও দূর্গাপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে পৌছে পুকুরে নেমে উদ্ধার অভিযান চালায় পুকুরে আর কোন লাশ না থাকায় তাদের উদ্ধার অভিযান স্থগিত ঘোষনা করেন।
এদিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।