“বিটিভি” মা ও শিশু বিষয়ক বির্তকে চ্যাম্পিয়ান আরকে উচ্চ বিদ্যালয়

juel / ৫৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০


বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত মা ও শিশু বিষয়ক বির্তক প্রতিযোগিতা ২০১৯-এ চ্যাম্পিয়ান হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়। শুক্রবার এ প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় অনুষ্ঠিত হয়।
বির্তকের বিষয় ছিলো ‘সরকারি ব্যবস্থাপনা নয়, কেবল জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। পক্ষদলে ছিলেন গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের পথিক হাসান প্রান্ত, তৌসিফ হাসিন, মোঃ তারেক রহমান। বিপক্ষে বলেন নরসিংদীর শীলমান্দি তাহেরা আছমত মাধ্যমিক বিদ্যালয়ের সায়মুন জাহান, সূচনা আক্তার, নাদিয়া আফরিন তিশা।

বিতর্ক প্রতিযোগিতায় সেরা তার্কিক নির্বাচিত হয়েছে আর কে হাই স্কুলের মোঃ তারেক রহমান।

বিজয়ী দলে অংশগ্রহণকারী ৩ জনের পিতাই শিক্ষকতা পেশারা সাথে জড়ি। তারা হল উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের ছেলে আর,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তৌসিব হাসিন ,মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ কালনের ছোট ছেলে আর,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র পথিক হাসান প্রান্ত ও শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে আর,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তারেক রহমান শিমুল।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর