সাংবাদিক নোমানের উপর লাঞ্চনাকারী দুই কর্মচারীকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

juel / ১০৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সৈয়দ মাহফুজুর রহমান নোমান ও ক্যামেরাপার্সন শৈবাল দাসের উপর লাঞ্চনাকারী আউটসোর্সিংয়ের দুই কর্মচারীকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল হাসপাতালের পরিচালকের পক্ষে সহকারি পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বরাবর এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় প্রেসক্লাব সস্পাদকের কক্ষে ৯টি সংগঠনের এক জরুরি সভায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, ঘটনার পরদিন থেকেই ওই দুই কর্মচারী বরখাস্ত রয়েছে।

গত ৩১ আগষ্ট অনাকাঙ্খিত এ ঘটনার প্রেক্ষিতে ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃত্বে পেশাদার সাংবাদিকদের ৯ টি সংগঠন যৌথ সভা করে দোষী আউটসোর্সিং এর কর্মচারি আবুল কালাম আজাদ ও আরিফুল ইসলাম সিফাতের দৃষ্টান্তমূলক শাস্তি ‘বরখাস্ত’ দাবি করা হয়।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানকল্পে সাংবাদিক নেতৃবৃন্দকে চা-চক্রের আমন্ত্রণ জানালে সেখানে ৯টি সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালের নবাগত পরিচালকের হাতে লাঞ্চনাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ তুলে দেই।

সেইসাথে হাসপাতাল এলাকায় জরুরি প্রয়োজনে সাংবাদিকরা যাতে বাঁধাহীন পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর