স্টাফ রিপোর্টার : র্যাব-১৪, ব্যাটাঃ সদর দপ্তর কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ফতেপুর এলাকায় পিকআপ ভ্যানে লুকিয়ে পরিবহণ কালে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার। ০২(দুই) জন মাদক ব্যবসায়ী আটক করেছেন।
ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল শম্ভুগঞ্জ বাজার এলাকায় টহল ডিউটি চলাকালীন অদ্য ০৪ অক্টোবর ২০২০ ইং তারিখ বেলা অনুমান ১১.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিশোরগঞ্জ হতে ময়মনসিংহে আসার পথে গৌরীপুর থানাধীন এলাকা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যান যোগে বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল অদ্য ০৪ অক্টোবর ২০২০ ইং তারিখ ১৩.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন কিশোরগঞ্জ হতে ময়মনসিংহে আসার পথে ফতেপুর জনৈক মোঃ রিপন মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা- মোঃ মোকলেছ মিয়া,সাং- অউরাইল, থানা- সরাইল, জেলা- বি-বাড়িয়া(বর্তমানঠিকানা)সাং-চন্ডীপুর, থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ সালাউদ্দিন (১৬), পিতা মৃতঃ বাবুল মিয়া, সাং-কলিমপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে আটক করা হয় এবং আসামীদ্বয়ের দেখানো মতে পিকআপের ভেতর হতে কথিত গাঁজা ২০(বিশ) কেজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫,৪০০০০/- টাকা। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।