ঈশ্বরগঞ্জে বাস চাপায় ২সিএনজি যাত্রী নিহত

juel / ২১৫ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশরগঞ্জে যাত্রীবাহি বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

শুক্রবার বেলা সোয়া ২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জে র গালাহার নামক স্থানে হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের গালাহার নামক স্থানে সিলেট থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের সাথে নান্দাইলগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সিএনজি চালিত অটোরিকশাটিকে টেনে কিছু দূর নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই এক যুবক (২০) মারা যান।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে (১৫) নামে এক তরুণ মারা যায়।

এতে গুরুতর আহত হয় হালুয়াঘাটের জয়নাল আবেদীনের ছেলে মাহিন (৮), নরসিংদীর মনোহরদির মো. নাছির মিয়া (৫০), নূর ইসলাম (৪৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষনিক ভাবে নিহত দু’জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঈশরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত তিন জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর