গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন ও সমাবেশ

juel / ৭১ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০


কমল সরকার

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ধানমহালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হারুন আল বারী, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন, বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, বাসদের সমন্বয়ক আমিনুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সাংবাদিক আরিফ আহমেদ, স্বজন সমাবেশ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক এনামুল হক তনয়। তাছাড়া একইদিনে নোয়াখালী’র বেগমগঞ্জ, সিলেট এমসি কলেজ, নারায়নগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ বেগম, প্রচার সম্পাদক শিউলী চৌধুরী, সহ সভাপতি মোছা. হেনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য নুরজাহান সরকার, জয়ন্তী রানী, জেসমিন আক্তার, সাবিকুন্নাহার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর