গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে দুইজন গাঁজা ব্যবসায়ী ও তিনজন সেবনকারী।
বুধবার (২১অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুধবার উপজেলার মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ জনকে আটক করে। পরে আটকৃতদের উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
গাঁজা ব্যবসায়ী রুকন আলী (৩০)কে ১ বছর, শওকত আলী (৫৫)কে ৬ মাস, গাঁজা সেবনকারী রণজিৎ সূত্রধর (৪৫)কে ৩ মাস, মোঃ সুমন (৩২)কে ৩ মাস ও মজিবুর রহমান (৪০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।