ছেলের খুনিদের ফাঁসি ও পরিবারের নিরাপত্তা চাইলেন নিহত শুভ্রর পরিবার

juel / ৬৪৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের ঘটনায় এখন উত্তাল গৌরীপুর। খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার দুপুরে পৌর শহরে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার দুপুরে ঢাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মেজবাহ উল হোসেন সাচ্চু, সহসভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, নাফিউল করিম নাফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুুরুজ্জামান খোকনসহ অন্যান্য নেতা-কর্মীরা গৌরীপুর আসে।
এদিকে বিক্ষোভ মিছিল শেষে শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য নিলুফার আনজুম পপি সহ দলীয় নেতা-কর্মীরা নিহত শুভ্রর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ-খবর ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তাদের বাড়িতে যান। এসময় শুভ্রর পরিবারের সদস্যদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়।
নিহত শুভ্রর মা খালেদা বেগম বলেন জনপ্রিয়তাই আমার শুভ্রর কাল হয়েছে। আমি আমার এক ছেলেকে হারিয়েছি। আরেক ছেলে মাদরাসায় পড়ে। তাকে হারাতে চাইনা। আমি শুভ্র হত্যার খুনিদের ফাঁসি চাই। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।
সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন শুভ্রর পরিবার ছিল আওয়ামী লীগের অফিস। দলের দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে পরিচালিত হয়েছে। শুভ্র হত্যাকান্ডের বিষয়টি হত্যাকান্ডের মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার পাশাপাশি আসামিরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে বিষয়ে আমরা করণীয় সব কিছু করব।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন শুভ্র হত্যাকান্ড মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করেছে। পাশাপাশি শুভ্রর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।
গত শনিবার রাতে পৌর শহরের পানমহালে এলাকায় একদল সন্ত্রাসী শুভ্র সহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ওইদিন রাতে শুভ্রর মৃত্যু হয়।
এদিকে নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গত সোমবার গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সহ নাম উল্লেখ ১৪ জন ও অজ্ঞাত ৭/৮ জনকে বিরুদ্ধে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর