আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর ৩০ আক্টোবর ( শুক্রবার) গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ৭১’র মহান মুক্তিযুদ্ধের ৫ শহীদের কবর পাকা করনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
৫ শহীদ হলেন শহীদ আনোয়ারুল ইসলাম মঞ্জু, শহীদ মঞ্জু সড়ক গৌরীপুর,শহীদ সিদ্দিকুর রহমান গ্রাম গিঘাউষা,শহীদ আঃ হাই গ্রাম পাচার,শহীদ আনোয়ারুল ইসলাম গ্রাম বাঙ্গুরিহাটা,শহীদ আঃ মজিদ গ্রাম লক্ষিপুর গৌরীপুর। উল্লেখিত শহীদানের কবর নিজ নিজ গ্রামে পাকা করন করা হবে বলে জানা গেছে। গৌরীপুরের সানিয়াপাড়া গ্রামের শহীদ সরুজ আলীর কবর ঈশ্বরগঞ্জ মুক্তিযুদ্ধা কমান্ডের আওতায় পাকা করন হবে। এছারা পলাশ কান্দা যুদ্ধে শহীদ মতির কবর ঈশ্বর গঞ্জের খইরাটি গ্রামে পাকা করন করা হবে।
৭১এর ৩০ নভেম্বর পলাশ কান্দা যুদ্ধে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ আনোয়ারুল ইসলাম মঞ্জুর গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে প্রতিকী কবর পাকা করনের কাজের শুভ ভিত্তি প্রস্থর করা হয়।
এ সময় মুক্তিযুদ্ধের সকল শহীদ ও প্রয়াত মুক্তিযুদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ।উপস্থিত ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমদ, সাবেক পৌর কাউন্সিলর আঃ হেলিম, শহীদ পরিবারের সন্তান ম. নূরুল ইসলাম, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউছার,প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন, এস আর এন্টারপ্রাইজ ময়মনসিংহের ঠিকাদার আবু বকর রানা প্রমূখ।