ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঋনের চেক বিতরন, মাক্স বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের রাহাত এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ও হাবিবুল্লাহ, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন. শাহজাহান কবির, জহিরুল হুদা লিটন, মোস্তাফিজুর রহমান বোরহান, ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার সেলিম রেজা ও সাইফুল ইসলাম প্রমুখ।