নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনায় বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। সদর উপজেলার চল্লিশা পশ্চিম বাজার থেকে রোববার (১৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ভ্রাহ্মনবাড়িয়ার নোয়াগাঁওয়ের মৃত হাজী মধু ভুইয়ার ছেলে সৌমিন আহম্মেদ ডালিম(৩৫), একই গ্রামের মো. ফজল মিয়ার ছেলে মো. জাকারিয়া বাবু(২৪), আবদুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. ইয়ার হোসেন(২৭) ও তন্তর গ্রামের মো. বাবুল ভুইয়ার ছেলে মো. আরিফ ভ‚ইয়া (১৯)।
আজ সোমবার (২০ জুলাই) তাদের আদালতে পাঠিনো হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা পশ্চিম বাজারে সাতভাই ট্রেডার্সের সামনে গ্রেফতার হওয়া চারজন রবিবার রাতে সন্দেহজনক ঘুরাফেরা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার আটক হওয়া চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার ডিবির ওসি শাহ নূর এ আলম জানান, গোয়েন্দা বিভাগের এন্ট্রি ডাকস্কোয়াড বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।