আনোয়ার হোসেন শাহীন।
জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে।
১৯৭৫ সালের ৩রা নভেম্বর এইদিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে, মুক্তি যুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন, (অবঃ) এম মুনসুর আলী ও এ এইচ এম কামারুজামানকে নির্মম ভাবে হত্য করা হয়। এই দিবসটি উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু চত্তরে সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এম পি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের
যুগ্ন সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, মহিলা আওয়ামীগের সভানেত্রী নাসিমা পারভিন,উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা আল মুক্তাদির শাহীন, ইমতিয়াজ সুলতান জনি প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জুয়েল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আঃ সামাদ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ সাইদুল ইসলাম।
পরে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ম্যুরালে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এম পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,
উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পমাল্য অর্পন করে।