গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরের প্রথিতযশা নেতা মৌলভী আবদুল ওয়াহেদ বোকাইনগরীর আজ শুক্রবার (৩ নভেম্বর/২০২০) ৫৩তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯০৫সালে শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিকদলে যোগ দেন। প্রবাদ বাক্য ব্যবহারের মাধ্যমে বক্তৃতায় মানুষকে আকৃষ্ট করেন। তিনি বোকাইনগরী খেতাব অর্জন করেন। তিনি কংগ্রেসের লাঙল প্রতিকে নির্বাচন করে কলকাতার এসেম্বলীর সদস্যপদ লাভ করেছিলেন। ওই এসেম্বলিতে বাংলায় বক্তৃতা নিষিদ্ধ ছিল। সে কারণে ওই অধিবেশনে তিনি বাংলা বক্তৃতা দিতে শুরু করলে স্পীকার তাঁকে বাংলায় বক্তৃতা দিতে নিষেধ করেন। কিন্তু তিনি তা অগ্রাহ্য করে বাংলাতেই পুরো বক্তব্য দেন। এসেম্বলিতে বাংলা ভাষায় বক্তৃতা দেবার অধিকার নিয়ে তিনি আন্দোলন করেন। ১৯৪৯সালে গৌরীপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৫৪সালে আওয়ামী মুসলিম লীগ (যুক্তফ্রন্ট) এর নির্বাচনে এমএলএ নির্বাচিত হন। এ বছরই শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে কৃষক পাটিতে যোগদান করেন। ১৯৬৩সালে গৌরীপুর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৭সালের এই দিনে মৃত্যু বরণ করেন