গৌরীপুর তথ্য আপা প্রকল্পের ডোর টু ডোর সেবা প্রদান

juel / ৯৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

গৌরীপুর প্রতিনিধি;

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে গৌরীপুর তথ্য আপা প্রকল্পের ডোর টু ডোর সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর গ্রামের আল মামুনের বাড়িতে এ সেবা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার, তথ্য সহকারী শাহনাজ খানম সহ অন্যান্য অনেকেই।

বৈঠকে করোনাভাইরাস (কোবিড-১৯),বাল্য বিবাহ রোধে মেয়েদের শিক্ষার গুরুত্ব, নিরাপদ মাতৃত্বে করণীয়সহ অন্যান্য বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন গৌরীপুর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ।

এ সময় মাক্স ও লিফলেট বিতরণ সহ মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ভাতা, বাল্য বিবাহ রোধে নারীদের সচেতনতা বৃদ্ধি সম্পর্কে নারীদের বিস্তারিত অবগত করেন তিনি।

আলোচনা শেষে উপস্থিত মহিলাদের বিনামুল্যে ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ, ভিজিডি আবেদন, আইজিএ প্রশিক্ষণের বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর