ষ্টাফ রিপোর্টার;
সোমবার সকালে গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অক্টোবর মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলার কমিটির সভাপতি হাসান মারুফ উক্ত সভায় সভাপতিত্ব করেন৷
সভায় উপস্থিত সকল বক্তাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের নিন্দা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও দ্রুততর করার লক্ষে উক্ত মামলার বিচার প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরের জন্য রেজুলেশন আকারে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রেরনের দাবি জানান৷ পাশাপাশি ৪ নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা মামলার চার্জশিট দাখিলে বিস্ময় প্রকাশ করেন সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা। তারা উক্ত মামলাটি অধিকতর তদন্তের দাবি জানান।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত্র)কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা.হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুর সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, ইউপি চেয়ারম্যান আঃমান্নান, রমিজ উদ্দিন স্বপন,হাবিবুল্লাহ হাবিব,আবদুল্লাহ আল আমিন জনি, শহীদুল ইসলাম অন্তর, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ড, গৌরীপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ম.মশিউর রহমান কাওসারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাসহ কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।