ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শরিয়ত উল্লাহ সুমনকে রোববার রাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে পূর্বকাউরাট গ্রামের মো. আইনুল হকের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ। এ নিয়ে হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হল প্রধান আসামি উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার ছেলে রাসেল মিয়া, ইউনুছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুল খালেকের ছেলে মজিবুর রহমান, মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার ছেলে খায়রুল ও কামাল হোসেন। তারা সবাই জেলহাজতে রয়েছে।
এদিকে সোমবার শুভ্র হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচারে নেয়ার জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল প্রস্তাব করেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান রাহাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি ও মামলাটি দ্রুত বিচারে নেয়ার দাবি জানান স্বেচ্ছাসেবক, ছাত্রলীগের নেতাকর্মীরা।
অপরদিকে মামলার অন্যতম আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ৫ নভেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অন্তর্বর্তীকালীন ৬ সপ্তাহের আগাম জামিন দেন। শনিবার থেকে বাড়িতে অবস্থান নেয়ার খবরে দলীয় নেতাকর্মীদের সেখানে ভিড় জমাতে দেখা যায়। তাদের দাবি, সৈয়দ রফিক ষড়যন্ত্রের শিকার।