ষ্টাফ রিপোর্টার;
শনিবার বিকালে গৌরীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সাবেক ছাত্রলীগ ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান কাঞ্চন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার
ও শুভ্র হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানানো হয়। এছাড়া আসন্ন পৌরসভা নির্বাচনে ছাত্রলীগ থেকে পরীক্ষিত মুজিব আদর্শের কর্মীকে দলীয় মনোনয়ন দেবার দাবি জানানো হয়।
সন্ত্রাসী হামলায় নিহত শুভ্রর চাচা, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম তার বক্তব্যে শুভ্র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অব্যাহত সহযোগিতা জন্য আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি শুভ্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি বলেন বিপুল জনপ্রিয়তার কারনে পৌরসভা নির্বাচনে শুভ্রর বিজয় প্রায় নিশ্চিত এটা খুনিরা বুঝতে পেরেছিল,তাই তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। শুভ্রর অতৃপ্ত আত্নার শান্তি ও তার সমর্থকদের দাবির মুখে তার পরিবারের পক্ষ থেকে তাকে মেয়র পদে প্রার্থী হতে হয়েছে বলে জানান সাদেকুর রহমান সেলিম। তিনি বলেন স্কুল জীবন থেকে আজ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকলেও কখনও সরাসরি নির্বাচনে অংশ গ্রহন বা জনপ্রতিনিধি হবার ইচ্ছে বা প্রস্তুতি আমার ছিলনা,যে কারনে সাধারণ ভোটারের সাথে আমার যোগাযোগ তুলনামূলক কিছুটা কম। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে মেয়র প্রার্থী হতে। যে কারনে দলীয় মনোনয়নসহ নির্বাচনের সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাদেকুর রহমান সেলিম তার বক্তব্যে আরও বলেন তিনি ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,সাবেক ছাত্রলীগ নেতা আবু কাওসার চৌধুরী রন্টিসহ অনেকেই প্রার্থী আছেন, তিনি তাদের সহযোগিতা কামনা করে বলেন শুভ্র জীবন দিয়ে প্রকৃত আওয়ামী লীগারদের এক মঞ্চে আসার সুযোগ করে দিয়ে গেছে, অনুপ্রবেশকারিদের আর কোন সুযোগ আমরা দিবনা।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ,সাবেক আহ্বায়ক আব্দুল মুন্নাফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আবুল কালাম, মোঃ হাবিব উল্লাহ হাবিব, মাহবুর রহমান শাহীন, শহিদুল ইসলাম অন্তর, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সরকার রুবেল, সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, সাবেক আহ্বায়ক মোঃ কামাল হোসেন,কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু কাওসার চৌধুরী রন্টি,সাবেক সভাপতি সানাউল হক হিরা, সাবেক সভাপতি মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাহেব যুগ্ম আহ্বায়ক আল ফারুক প্রমুখ,সরকারি কলেজ ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।