ষ্টাফ রিপোর্টার;
ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ বাজারের হাটে বিক্রি করতে আনা তিনটি বক অবমুক্ত করছে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ছাদ থেকে উড়িয়ে দিয়ে বকগুলো অবমুক্ত করা হয়।
জানা গেছে, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে শুক্র ও সোমবার হাট বসে। আশেপাশের অঞ্চলের শিকারিরা ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির বন্য পাখি শিকার করে ওই হাটে বিক্রি করতে আসে। শুক্রবার বিকালে উপজেলা বনবিভাগের লোকজন ওই হাটে গিয়ে বিক্রি করতে আনা তিনটি বক পাখি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার বক পাখিগুলো অবমুক্ত করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বক অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন বন্য প্রাণী শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।