ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি বুধবার (২ ডিসেম্বর/২০২০) শহরে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি নিয়ে মোটর শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তরা বলেন, দুঃসময়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে আবু কাউছর চৌধুরী রন্টি, সরকারি কলেজ শাখায় আহ্বায়ক হয়ে ছাত্রলীগ সুসংগঠিত করেছে। পৌর আওয়ামী ও যুবলীগের কার্যক্রমকে বেগবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করেছেন তিনি। তাকে পৌর নির্বাচনে নৌকা প্রতীক প্রদানের দাবি জানাচ্ছি।
এছাড়াও আবু কাউছার রন্টি ময়মনসিংহ অঞ্চলে প্রথম পৌরবাসীকে বাঁচাতে অটেমেটিক জীবানুনাশক ট্যানেল স্থাপন, কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস থেকে এলাকাবাসীকে বাঁচাতে সুরক্ষা স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন। এসো গৌরীপুর গড়ি ও ফ্রেন্ডস হাউজ ৯৬’র মাধ্যমে শীর্তার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেয়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছেন।
নৌকা প্রতীকের মনোনয়নের দাবিতে শোডাউন শেষে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার কামাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী রুপু, পৌর ছাত্রলীগ নেতা মোস্তফা মিয়া প্রমুখ।