স্টাফ রিপোর্টার॥ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি বলেন বিগত সময়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হবার সময় আমার বয়স ছিল কম,স্বাভাবিক ভাবেই দক্ষতা ও অভিজ্ঞতাও ছিল তুলনামূলক কম, সেকারণে আমার কিছু ভুল-ক্রটি হয়েছে- আমি সেকল ভুলের জন্য ক্ষমা চাই।
তিনি আরও বলেন- আমি বোকাইনগর ইউনিয়নের সন্তান হিসেবে সবসময় গর্বিত। গৌরীপুর পৌরসভার ভোটারদের একটা বৃহৎ অংশ বোকাইনগরের মানুষ। আমি আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রত্যাশী একজন মেয়র প্রার্থী। এর পূর্বেও আমি আপনাদের সহযোগিতায় বিগত বিএনপি জামায়াত-জোটা সরকারের আমলে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, কোন বাঁধাই তখন আমাকে আটকাতে পারেনি, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্যই তা সম্ভব হয়েছিলো। এবার বিভিন্ন সংস্থার মাঠ জরিপে আমি এগিয়ে আছি। দেশের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে বোকাইনগরে অনেক কৃতি সন্তান রয়েছেন, আমি সকলের সহযোগিতা চাই বুধবার সাবেক মেয়র হবি’র নিজ ইউনিয়ন গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন ঐতিহ্যবাহী বোকাইনগর ইউনিয়ন বিগত সময়ে গৌরীপুরের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসলেও আজ আমরা প্রায় নেতৃত্ব শূন্য। আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি বোকাইনগর আওয়ামী লীগসহ সকলের সহযোগিতা কামনা করেন। মিরিকপুর মডেল হাই স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমীন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ, , বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এম এম জিল্লুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক , ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
আলোচনায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে শফিকুল ইসলাম হবির পক্ষে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।