আনোয়ার হোসেন শাহীন;
সাম্প্রতিক সময়ে ধর্মীয় গোষ্ঠী কতৃক ভাস্কর্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া মহা সড়কের পাশে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ভাস্কর্য ও গৌরীপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের নেতৃত্ব দানকারী মুজিব নগর সরকারের জাতীয় চার নেতার ভাস্কর্যে ঝুকির আশংকা প্রকাশ করছে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধারা। ৷ বঙ্গবন্ধু চত্বরে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহমদ,স্বরাষ্ট্র মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীসহ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে।এর পাশে মুক্তিযোদ্ধের বীর সেনানী ২নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশারফের ভাস্কর্য, ও ৭ বীর শ্রেষ্ঠ ভাস্কর্য রয়েছে। উল্লেখিত ভাস্কর্য গুলোতে নেই কোন পাহারাদার। তাছাড়া স্থাপনাগুলোকে পর্যাপ্ত কোন আলোর ব্যাবস্থা নেই।
উপজেলা নির্বাহী কর্মকতা হাসান মারুফের কাছে নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, স্থাপনা গুলোর পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা করার প্রক্রিয়া চলছে।