গৌরীপুরে শুভ্র হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রিয়াদ বরখাস্ত

juel / ১৩৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০


ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডে জড়িত থাকায় গৌরীপুর উপজেলা বিএনপি”র যুগ্ম আহবায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয়।
গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে রিয়াদুজ্জামান রিয়াদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশটি প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাজ গৌরীপুরকে বলেন চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের সাময়িক বরখাস্তের পত্র আজ( ১৩ ডিসেম্বর) হাতে পেয়েছি

।গত ১৭ অক্টোবর তাকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ১৯ অক্টোবর দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে। এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর