বিশেষ প্রতিনিধি; সভার সঞ্চালনা নিয়ে বিরোধে গৌরীপুর পৌর বিএনপির সভায় দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত হয়েছে পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান করির হীরা। সন্ত্রাসী হামলায় তার বাম হাত ভেঙ্গে গেছে। আহত হীরাকে প্রথমে গৌরীপুর উপজেলা হাসপাতালে প্রেরন করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।সন্ত্রাসী হামলার জন্য বিএনপি”র মেয়র পদে অপর মনোনয়ন প্রত্যাশী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহী মুন্সি ও তার ভাইয়েরা দায়ী বলে আহত হীরা গণমাধ্যমকে জানান।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান গৌরীপুর পৌর বিএনপির উদ্দ্যোগে রবিবার বিকালে স্থানীয় রিপোটার্স ক্লাবে বিজয় দিবসের প্রস্তুতি ও আসন্ন পৌর নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সভার ব্যানারে সভাপতি হিসেবে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিছ ও সঞ্চালক হিসেবে শাহজাহান কবির হীরা নাম লিখা ছিল।কিন্তু পৌর কৃষকদল নেতা শাহী মুন্সি সঞ্চালক হিসেবে ব্যানারে তার নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে সভা শুরু হওয়ার পূর্ব মুর্হুতে ৮/১০জনের একটি গ্রুপ ক্রিকেট স্ট্যম্প হাতে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহজাহান কবীর হীরা আহত হয়।গুরুতর আহত শাহজাহান কবীর হীরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিহ্ন রয়েছে।
হীরার উপর সন্ত্রাসী হামলায় বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করলেও এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কোন বিবৃতি জানাননি বা থানায় কোন মামলা হয়নি।