গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকের ২ দিনের রিমান্ড

juel / ৭৮০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আলোচিত আসামি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রফিকের ২ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন আহমেদ বলেন বৃহস্পতিবার ময়মনসিংহের ৪ নং আমলি আদালতের বিচারক মাহবুব আক্তার শুনানি শেষে মামলার তদন্তকারি কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত সৈয়দ রফিকুল ইসলাম রফিককে ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর পূর্বে উক্ত হত্যা মামলার ১১ নং এজাহারভূক্ত আসমী সৈয়দ রফিক উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। ওই জমিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে গত সোমবার নিন্ম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামজ্ঞুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ১৭ অক্টোবর পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শুভ্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ১৯ অক্টোবর দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে। এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর