ড.আশরাফ সিদ্দিকীর মাহফিলে বাধা;গৌরীপুরে মানববন্ধন

juel / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ

মসজিদে কু’বা বগুড়ার খতিব আল্লামা ড. মুফতি মোঃ এম.এম আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ডে শুক্রবার (১৮ ডিসেম্বর) আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তরা জানান, কওমী হুজুরদের আবেদনের প্রেক্ষিতে ড. আশরাফ সিদ্দিকীকে ধর্মসভা স্থলে আসতে দেয়নি প্রশাসন। তাদের মাহফিল বাধাগ্রস্থ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তাদেরকে হুজুরকে নিয়ে সভা করতে প্রশাসনের অনুমতি চান।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, আমরা শুধুমাত্র বিশৃঙ্খলা এড়াতে চেষ্টা করেছি। এ অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন থেকে কোন অনুমোদন ছিলো না।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঝাউগাই জামে মসজিদের সভাপতি মোঃ ইদ্রিছ আলী। বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শামছুদ জামান, ইমাম মাওলানা মোঃ সাইদুল ইসলাম, শম্ভুগঞ্জ গোহাটা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুল

ইসলাম, ময়মনসিংহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভঅপতি মুহাদ্দিস ছাইদুর রহমান মাদানী, ঝাউগাই জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শহীদুল ইসলাম, কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম জিহাদী, সিংজানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক, চরঘোমারা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ কাজিম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সরকার, ইউপি মেম্বার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

ঝাউগাই জামে মসজিদের সভাপতি মোঃ ইদ্রিছ আলী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির লক্ষ্যে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিলো। বিজয় দিবসে এ কর্মসূচী করাতে দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর