তিলক রায়;
ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে ট্রাক সিএনজির সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হওয়ার একদিন পর আবারো গৌরীপুর উপজেলার ডেংগা নামক স্থানে ইট ও বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত্র ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় মঙ্গলবার রাত ১১ টার দিকে নেত্রকোণা গামী ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৪৮৬৮) গৌরীপুর উপজেলার ডেংগা নামক স্থানে পৌঁছলে দূর্গাপুর থেকে বালু বোঝাই অপর একটি ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-২২-৬২২২) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় উভয় ট্রাকের চালক ও চালকের সহকারি আহত হয়। দূর্ঘটনার পর পর উভয় চালক ও সহকারি পালিয়ে যায়।
তাৎক্ষনিক আহদের কোন পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে রেকারের সাহায্যে দুই ট্রাককে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সারোয়ার আলম তা নিশ্চিত করেন।