ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার এজাহারি ভুক্ত আসামি গৌরীপুর পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের জামিনের আবেদন না মঞ্জুর করেছে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত। আজ(বুধবার) ময়মনসিংহ জেলা জজ হেলাল উদ্দিনের এর আদালতে উক্ত মামলার জামিন আবেদনের শুনানি হয়। আদালত প্রায় ৪০ মিনিট ব্যাপী জামিনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। যুক্তিতর্ক শেষে জেলা জজ তার খাস কামরায় অবস্থান নেন এবং প্রায় ১ ঘন্টা পর জামিন না মজ্ঞুর আদেশ দেন।
এর পূর্বে শুভ্র হত্যা মামলায় মেয়র রফিক উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। ওই জমিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ১৪ ডিসেম্বর নিন্ম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মজ্ঞুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গত ১৭ অক্টোবর শুভ্রকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ১৯ অক্টোবর দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে। এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়