গৌরীপুরে মোবাইল কোর্টের অভিযান;৪মাদক ব্যবসায়ী ও মাদকসেবির কারাদণ্ড

juel / ১২০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০


ষ্টাফ রিপোর্টার;
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ ডিসেম্বর/২০২০) মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর ভ্রাম্যমাণ আদালত চারজনকে কারাদণ্ড দিয়েছে।

ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার ঘটনায় চারজনকে গ্রেফতার করে। পরে তাদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন দুই মাদকসেবী – ভাংনামারী ইউনিয়নের মৃত শামসুদ্দিন মেম্বারের ছেলে হাবিবুর রহমান (৫৩)- ছয় মাস, ভাংনামারী ইউনিয়নের খেলার আলগী মৃত কলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩২), দুই মাদক ব্যবসায়ী- গৌরীপুর পৌর শহরের মৃত তাহের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও বোকাইনগর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে রুবেল মিয়া (৩৫)। এছাড়াও দুই মাদকসেবীর প্রত্যেককে ৫শ টাকা জরিমানা অনাদায়ে ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও দুই মাদকব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন দুই মাদকসেবীর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। চার আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর