ষ্টাফ রিপোর্টার
আগামিকাল শনিবার দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। সভায় গৌরীপুর পৌরসভাসহ তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ৪ জনের একটি প্যানেল স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে প্রেরন করেছে গৌরীপুর পৌরসভা,গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হল সাবেক পৌরসভা চেয়ারম্যান শফিকুল ইসলাম হবি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদিকুর রহমান সেলিম, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাওসার চৌধুরী রন্টি।
বর্তমান মেয়র ও গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমানে কারা অন্তরীন সৈয়দ রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি হওয়ায় উপজেলা আওয়ামী লীগসহ ময়মসিংহ জেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিস্কার করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরারর প্রেরন করেছে। যে কারনে তার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছে কিনা তা নিয়ে দলীয় নেতা-কর্মীসহ সকলের মাঝে সংশয় ছিল।
তবে শুক্রবার রাতে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পুত্র সৈয়দ অভি রাজগৌরীপুর অনলাইনের মন্তব্য কলামে দলীয় মনোনয়ন পত্রের ছবি পাঠিয়ে নিশ্চিত করেছেন যে তার পিতা সৈয়দ রফিকুল ইসলামের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করে তা মনোনয়ন বোর্ডে জমা দেয়া হয়েছে। তার বক্তব্য সমর্থন করেন গৌরীপুর পৌরসভা যুব লীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান মিথুন।
শনিবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করবে দল।