কোতোয়ালী থানার অভিযানে চোরাই মটর সাইকেল উদ্ধার,২ কিশোর অপরাধীসহ গ্রেফতার ৪

Iqbal Hossain Jwel / ৮০ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ ঈদুল আযহাকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানে মোটরসাইকেল চুরি, বাসাবাড়িতে চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও চুরি হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সোমবার রাতে জেলা সদরের পরানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য দুধর্ষ মোটরসাইকেল চোর মোঃ ইমরানকে চোরাই একটি মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া বিভাগীয় নগরীর সানকিপাড়া এলাকায় বাসার ভেন্টিলেটর ভেঙ্গে অত্যন্ত সুকৌশলে বাসার ভিতরে প্রবেশ করে চুরি করতে গেলে হাতেনাতে দুই চোরকে গ্রেফতার করা হয়। এই দুই চোর হলো জুবায়ের (১৩) ও নাহিদ (১৪)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান জানান, আটককৃত শিশু অপরাধীদ্বয় চুরির ঘটনায় এর আগে জেল হাজতে ছিল। জেল থেকে বের হয়ে আবারো চুরি করে আসছে। মোটর সাইকেল চোরের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারকৃত শিশু চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার বিকালে কোতোয়ালী পুলিশ ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন পরিত্যক্ত একটি দোকান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর