স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেরা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাইরোধসহ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে ময়মনসিংহকে একটি বাসযোগ্য, নিরাপদ ও শান্তিময় শহর গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। রবিবার রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর কেওয়াটখালী থেকে ৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বলাশপুরের জাকির হোসেনকে গ্রেফতার করে। এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের কামালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, এনামুল হক ও রহমত উল্যা। অপর অভিযানে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের রঘুরামপুর থেকে ৮ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, গোপালগঞ্জের মিলন সিকদার, কিশোরগঞ্জের মোঃ রাজন নান্দাইলের মমিন। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।