গৌরীপুর বিএনপি প্রার্থীর প্যানা ভাইরাল;বিব্রত নেতা-কর্মীরা

juel / ৬৫২ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০


ষ্টাফ রিপোর্টার;
গৌরীপুর পৌরসভাসহ ৩য় ধাপে অনুষ্ঠিত ৬৪টি পৌরসভার বিএনপি দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে গতকাল( মঙ্গলবার)রাতে। বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে গৌরীপুর পৌরসভায় বিএনপির প্রার্থী হিসাবে উপজেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমানকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেইসবুকে একটি প্যানার ছবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। উক্ত প্যানার উপরের এক পাশে নৌকা প্রতীক ও অপর পাশে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সৈয়দ রফিকুল ইসলাম এর ছবির পাশাপাশি বিএনপি প্রার্থী আতাউর রহমান এর ছবি সম্বলিত রয়েছে।
জানা যায় ২০১৬ সনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রয়াত ক্যাপ্টেন মুজিব এর মৃত্যুর পর গৌরীপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। আওয়ামী লীগ থেকে সৈয়দ রফিকের মনোনয়নের সমর্থনে সে সময় পৌরসভার ১২ জন কাউন্সিলের( ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ)মধ্যে ৯ থেকে ১০ জন কাউন্সিলর সেসময় একই প্রকারের বিশাল আকারের প্যানা প্রিন্ট করে তা টানিয়ে দেন। যাতে লিখা ছিল গৌরীপুর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাবেক জিএস গৌরীপুর সরকারি কলেজ, সাবেক কমিশনার গৌরীপুর পৌরসভা ও পরপর দুইবার নির্বাচিত জনপ্রিয় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাহেবকে আমাদের পৌর পরিষদ ও পৌরবাসীর পক্ষ থেকে ১৪৮,ময়মনসিংহ -৩ গৌরীপুর উপনির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই।
নিচে বিএনপি প্রার্থীর ছবিসহ বড়বড় অক্ষরে লেখা রয়েছে মোঃআতাউর রহমান, কাউন্সিলর ৫নং ওয়ার্ড গৌরীপুর পৌরসভা।
উক্ত প্যানাটি ফেইসবুকে ভাইরাল হবার পর থেকে বিভিন্ন জনকে বিদ্রুপাত্মক মন্তব্য করতে দেখা গেছে।
জনৈক এমডি ওয়ালিউল্লাহ নামক এক ব্যক্তি তার ফেইসবুক ওয়ালে উক্ত প্যানার ছবির সাথে বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতিক সম্বলিত অপর একটি পোষ্টার পাশাপাশি দিয়ে পোষ্ট করেছেন। যার উপর তিনি লিখেছেন”বারোভাতারি রাজনীতি”।
এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য ভেসে বেড়াচ্ছে ফেইসবুক জুড়ে,যে কারনে বিব্রতকর অবস্থায় পড়েছে বিএনপির নেতা-কর্মীরা।এমনকি অনেক নেতা-কর্মী তাকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত পৌর মেয়র প্রার্থী সৈয়দ রফিক এর ডেমি প্রার্থী বলেও মন্তব্য করছেন।
বিএনপির একাধিক নেতা-কর্মী রাজগৌরীপুরকে জানান উক্ত প্যানাটি বিএনপির মনোনয়ন বোর্ডে অভিযোগ আকারে জমা দেয়া হলেও মনোনয়ন বোর্ড তা গুরুত্ব দেয়নি।
এব্যাপারে জানতে চাইলে বিএনপি প্রার্থী আতাউর রহমান রাজগৌরীপুরকে বলেন উক্ত প্যানাটি কে বা কারা কি কারনে প্রকাশ করেছে তা আমার জানা নেই, আমি শহীদ জিয়ার পরিক্ষিত আদর্শের সৈনিক । দল আমার ত্যাগের মূল্যায়ন করেই আমাকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগ ও তার এজেন্টরা আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটাবে এটাই স্বাভাবিক,প্রকৃত জিয়ার সৈনিকরা এতে বিভ্রান্ত হবেনা।সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ গৌরীপুর পৌর নির্বাচনে ধানের শীষে নিশ্চিত বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর