গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ৭ও কাউন্সিলর ৫৭জন

juel / ২৫০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০


তাসাদদুল করিম:
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৭জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ন্যাপ (মোজাফ্ফর) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান, গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহমিনা আক্তার চুমকী। সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৩জন মনোনয়নপত্র দাখির করেছেন। তারা হলেন ১,২,৩ নং ওয়ার্ডে ১নং সংরক্ষিত আসনে মোছাঃ কবিতা আক্তার, দিলুয়ারা আক্তার, তানজিনা হাবিবা, ৪,৫,৬ নং ওয়ার্ডে ২নং সংরক্ষিত আসনে মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, মোছাঃ সেলিনা খাতুন, মোছাঃ শামীমা সুলতানা, জহুরা বেগম, মোছাঃ শিউলী চৌধুরী, ৭,৮,৯ নং ওয়ার্ডে ৩নং সংরক্ষিত আসনে জ্যোতি রানী সরকার, মোছাঃ জহুরা আক্তার, জয়ন্তী রানী দাস, সালেহা আক্তার, মোছাঃ মনোয়ারা বেগম, জেসমিন আক্তার।
সাধারণ কাউন্সিলর পদে ৪৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন ১নং ওয়ার্ডে আব্দুুর রউফ (মুস্তাকিম), দেওয়ান মাসুদুর রহমান খান (সুজন), মোঃ নাহিদ পারভেজ, বিপুল কুমার চন্দ, মোঃ মোজাম্মেল হোসেন, প্রদীপ বাগচী। ২নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মস্তফা কামাল, মোঃ মতিউর রহমান। ৩নং ওয়ার্ডে মোঃ তারিফ উদ্দিন আকন্দ, শাহ্ আরমান কবির, মোঃ মাসুদ মিয়া। ৪নং ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম, মোঃ গোলাম আলিমেল হাকিম মুন্সী, মোঃ আশরাফুল ইসলাম খান, শোয়েব মুন্সী, মোঃ যোবায়ের হোসেন। ৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া, মোঃ আবুল হোসেন, মোঃ শহিদুল ইসলাম (শহীদ), মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ জাইদুল ইসলাম। ৬নং ওয়ার্ডে মোঃ এমরান, মোঃ মোখলেছ, মুহাম্মদ শাহ আলমগীর কবীর, জাহাঙ্গীর আলম, মোঃ আনোয়ার হোসেন মীর। ৭ নং ওয়ার্ডে মোঃ এমদাদুল হক, মোঃ আবু সুফিয়ান, আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন। ৮ নং ওয়ার্ডে মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান সাদেক, আল সানিয়ান সানি, মোঃ আব্দুল বারেক, কাজী গোলাম মোস্তফা, মোঃ আনোয়ারুল ইসলাম খান। ৯নং ওয়ার্ডে, মোঃ আরিফুল ইসলাম ভূইয়া, মোঃ লাল মিয়া, এস.এম আলী আহাম্মদ, মোঃ রিপন মিয়া, রবিকুল। তৃতীয় ধাপে গৌরীপুর পৌরসভার নির্বাচন ৩০জানুয়ারি অনুষ্ঠিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর