স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের গাছতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৭ জন নিহত হয়েছে এবং এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ জন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহন বাসের সাথে নেত্রকোনাগামী সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাত জন নিহত হয়।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরার দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। পুলিশ জানায় নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী শাহজালাল পরিবহন বাস গাছতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।