স্টাফ রিপোর্টার॥
ময়মনসিংহ গৌরীপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর মনোনয়ন আপিল শুনানির পর বৈধ ঘোষণা করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও আপিল কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সজল চন্দ্র সরকার। এর পূর্বে গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর জন্য সৈয়দ রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার।
সৈয়দ রফিকুল ইসলাম এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণার সংবাদে তার কর্মী সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছ। বৃহস্পতিবার বিকালে থেকেই সৈয়দ রফিকের কর্মী সমর্থকরা বাড়িওয়ালা পাড়াস্ত তার বাসভবনে উপস্থিত হতে থাকে, এবং এক পর্যায়ে তা নির্বাচনি সমাবেশে পরিনত হয়।
এবার গৌরীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন ও কাউন্সিলর পদে ৪৩ জন। সৈয়দ রফিকুল ইসলাম এর পূর্বে পর পর দুই বার মেয়র নির্বাচিত হয়েছেন।
আগামী ৩০ জানুয়ারি ২০২১ গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।