ফুলপুর হাসান মার্কেটে ভয়াবহ আগুন,২২টি দোকান ভস্মীভূত

Iqbal Hossain Jwel / ৭৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াভয় অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। বুধবার প্রথম প্রহরে উপজেলার পৌর শহরের সোনালী ব্যাংকের নিচে হাসান ম্যানশন মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দুই কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মার্কেটের মালিক মরহুম আবুল কাশেম চেয়ারম্যান এর ছেলে ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন (মতি) এর ছোট ভাই, বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল

সুত্র মতে জানা যায়, হাসান ম্যানশনের ভিতরের মার্কেটে আগুন লাগায় বাহির থেকে তা বুঝা যায়নি। মসজিদে ফজরের নামাজ পড়তে এসে প্রথমে মুসল্লীরা ধোয়া এবং আগুন দেখতে পায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু ততক্ষনে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ সময় চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে নিয়ে আসা হয়। পরে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। উক্ত মার্কেটে প্রায় ৪৯টির মত দোকানের মাঝে আগুন লেগে ১৩ টি গার্মেন্টস, ৬ টি বস্ত্রালয়, ৩ টি টেইলারিং হাউজ সহ মোট ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । এছাড়াও আশে পাশের ৫/৬ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি ২০ লাখ টাকার মতো হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থ ২২ টি ব্যবসা প্রতিষ্ঠান হল
১। এস এম নিউ তালুকদার ফ্যাশন প্রোঃ ফারুক তালুকদার ২। এস এম আর কে পয়েন্টস প্রোঃ রুহুল আমিন ৩। ভাবনাগার গার্মেন্টস প্রোঃ আবুল বাশার ৪। বালিকা শপিং পয়েন্ট প্রোঃ ফেরদৌস আলম ৫। আছির বস্ত্রালয় প্রোঃ আছির উদ্দিন ৬। নিরব বস্ত্রালয় প্রোঃ আব্দুল জব্বার ৭। আশিক বস্ত্রালয় প্রোঃ হারুন-অর-রশিদ ৮। আজিজ বস্ত্রালয় প্রোঃ আজিজুল হক ৯। রেডসান ফ্যাশন প্রোঃ জাকারিয়া ১০। রিপন টেলার্স প্রোঃ রতন মিয়া ১১। মোয়াজ ফ্যাশন প্রোঃ দুলাল খান ১২। চমক টেইলার্স প্রোঃ রাতুল মিয়া ১৩। বাদশা গার্মেন্টস প্রোঃ বাদশা মিয়া ১৪। মিজান টেইলার্স প্রোঃ মিজানুর রহমান ১৫। সরকার বস্ত্রালয় প্রোঃ শামসুল হক ১৬। আল সৌদিয়া গার্মেন্টস প্রোঃ দেলোয়ার হোসেন ১৭। দিয়া ফ্যাশন প্রোঃ দুলাল হোসেন ১৮। মুক্তা ফ্যাশন প্রোঃ মোজাম্মেল হক ১৯। এনাম ফ্যাশন প্রোঃ নাজমুল হক ২০। রাফিজ ফ্যাশন প্রোঃ জাকারিয়া ২১। নিউ ওয়ান ফ্যাশন প্রোঃ ওমর ফারুক এবং ২২। ইকরা শপিং পয়েন্ট প্রোঃ হেলালুদ্দীন এ সকল ব্যবসা প্রতিষ্ঠানের কোন অংশই রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের কে বিভিন্নভাবে সান্তনা দেন তাক্ওয়া ও অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর ফুলপুর শাখার সাধারণ সম্পাদক, ফুলপুর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর শাখার আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক তপু রায়হান রাব্বি প্রমূখ। উক্ত মার্কেটের মালিক রকিবুল হাসান সোহেল ময়মনসিংহে থাকেন বিধায় তখনও তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। তবে মালিকপক্ষের ওয়াহিদুজ্জামান মিঠুন জানিয়েছেন, মার্কেটে প্রায় ৪৯ টি দোকান রয়েছে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ বলেন, প্রায় ২৫ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হালিম জানান, এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। তবে ২ কোটি ২০ লাক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর অগ্নিকাণ্ডের সূত্র বিদ্যুতিক থেকে ।
জনগণ জানান, ফুলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছলে আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা ছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর