গৌরীপুরে ১শত ২টি গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর

Iqbal Hossain Jewel / ৯০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ১০২টি পরিবার পাচ্ছেন পাকাঘর। বৃহস্পতিবার (২১ জানুয়ারি/২০২১) এসব পাকাঘর, নির্মানাধীন ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

তাতকুড়া গ্রামের ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আব্দুল হেলিমের স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হইছিলো দেইখ্যা হাক্কাঘর (পাকাঘর) হাইল্যাম। হাক্কাঘরে হুততারবাম। হেইল্যা বহুতদিন প্রধানমন্ত্রী থাওক, মাইষের উহোগার হইবো। চুড়ালী গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী মোছাঃ সাহারা খাতুনও খোলা আকাশের নিচে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউএনও মোঃ হাসান মারুফ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান জানান, উপজেলা সিধলা ইউনিয়নে ৭জন, মইলাকান্দা ইউনিয়নের ৫জন, গৌরীপুর ইউনিয়নৈর ১৫জন, ডৌহাখলা ইউনিয়নে ৪জন, রামগোপালপুর ইউনিয়নে ৪জন, ভাংনামারী ইউনিয়নে ৩০জন, বোকাইনগর ইউনিয়নে ৩জন, অচিন্তপুর ইউনিয়নে ৮জন, সহনাটী ইউনিয়নে ৮জন ও মাওহা ইউনিয়নের ১৪জন দুঃস্থ গৃহহীন মানুষের পাকাঘর পাচ্ছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর