গৌরীপুরে বিদ্রোহী ২ মেয়র প্রার্থীসহ আ. লীগের ১০ নেতা বহিস্কার

Iqbal Hossain Jewel / ৩৬২ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১


গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি’র নৌকা প্রতীকের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দুইজন স্বতন্দ্র মেয়র প্রার্থী ও নৌকার বিরোধিতা করায় আরো ৮জন নেতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরে ধান মহাল এলাকায় নৌকার নির্বাচনী পথসভায় দল থেকে বহিস্কৃত নেতাদের নাম ঘোষণা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বাক্ষরিত পত্রে ৩জনকে এবং গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস স্বাক্ষরিত পত্রে ১০জনকে বহিস্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বাক্ষরিত পত্রে ৩জন হলেন, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি স্বতন্দ্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ), কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস স্বাক্ষরিত পত্রে বহিস্কৃতরা হলেন, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি স্বতন্দ্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ), কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেনু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি মিয়া ও সাধারণ সম্পাদক তপন সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর