ময়মনসিংহ অফিসঃ
মুজিব বর্ষে খাদ্যের গুনগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারন মানুষকে নিরাপদ খাদ্য উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১। দিবসটি যথাযোগ্য উদযাপন উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য ময়মনসিংহ কতৃপক্ষের উদ্যোগে ”খাদ্যের নিরাপত্তা” শীর্ষক আলোচনা ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন-
জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কার্যক্রম সর্বসাধারণকে অবহিতকরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতন বৃদ্ধিই এ দিবসের প্রধান লক্ষ্য। তাই এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মানুষের জীবন ও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে আহবান জানান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।