গৌরীপুর পৌর নির্বাচনে সাংবাদিকদের উপর হামলাকারীরা চিহ্নিত

Iqbal Hossain Jewel / ৪৭৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনের দিন দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের চিহ্নিত করা গেছে। অন্যদিকে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে জেলার পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত ৩০ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেই দৃশ্য ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এনটিভির ক্যামেরা পারসন মাসুদ রানা ও একাত্তর টিভির নুরুজ্জামান। এতে দুজনই মারাত্মক আহত হন। এ সময় হামলাকারীরা এনটিভির ক্যামেরা ভাঙচুর করে। আহত ক্যামেরাপারসন মাসুদ রানাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর নুরুজ্জামানকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে গত রোববার ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের কাছে ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘ঘটনাটি প্রমাণিত হলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর