ষ্টাফ রিপোর্টারঃ
৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম গৌরীপুরে অনেকটা ধীর গতিতে এগিয়ে চলছে। ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত উপজেলার একমাত্র টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বমোট ৮শত জন কোভিড-১৯ এর প্রথম ধাপের টিকা গ্রহণ করেছেন। এদিন সাপ্তাহিক রাজগৌরীপুর সম্পাদক ইকবাল হোসেন জুয়েল সহ ১শত ১০ জন টিকা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম টিকাদানে ধীরগতির কথা স্বীকার করে বলেন প্রাথমিক ভাবে সাধারণ মানুষের মাঝে টিকা নেয়ার ক্ষেত্রে অনেকটা ভীতি কাজ করার কারনে এ ধীরগতি। তিনি আশা প্রকাশ করে বলেন মানুষের মাঝে টিকা নিয়ে অহেতুক ভীতি বা সংশয় দ্রুত কেটে যাচ্ছে এবং মানুষ দিনদিন টিকাদানে আগ্রহী হচ্ছেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর প্রথম
ধাপের টিকা নেয়া ৮শত জনের মাঝে কারো শরীরেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি যায়নি বলে তিনি নিশ্চিত করেন৷ করোনা নামক বৈশ্বিক মহামারি প্রতিরোধে তিনি সকলকে দ্রুত টিকা নেয়ার অনুরোধ জানান৷