গৌরীপুরে ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি/২০২১) ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে উস্কানিমূলক-কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বগুড়ার মাওলানা আলহাজ্ব ড. মুফতী মুহাম্মদ ইমাম আশরাফ আলীমুল্লহ সিদ্দীক্বিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাযিম উদ্দিন, গৌরীপুর উপজেলায় ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকি আর কোন মাহফিলে অংশ নিতে পারবে না, তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। তিনি একশত কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এ চ্যালেঞ্জ গ্রহণে আমরাও প্রস্তুত। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বাহাসের আয়োজন করুন। বাহাসের আগে গৌরীপুর উপজেলার ভিতরে আর কোন সভায় থাকে আসতে দেয়া হবে না।
বক্তব্য রাখেন গৌরীপুর বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুস্তাকীম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবুল কাশেম রিয়াজী, মাওলানা জৈনুদ্দিন, রামগোপালপুর জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা বেলাল হুসাইন, সংগঠনের সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফরিদ আহমাদ, সাধারণ সম্পাদক হাফেজ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু যিনাদ, সহ সাধারণ সম্পাদক মুফতি জুনাইদ হুসাইন, হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আতহার আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ, শিক্ষা সম্পাদক মুফতি আব্দুল গণী, সহ শিক্ষা সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মাওলানা আইন উদ্দিন, মাওলানা যুবায়ের আহমাদ, অর্থ সম্পাদক হাফেজ ইমরান, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ, হাফেজ আবু সাঈদ , ক্বারী রইছ উদ্দিন, মাওলানা আহমাদ আলী মাসুম, মাওলানা জামাল উদ্দিন, আলহাজ¦ আব্দুস সালাম খান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মতিউর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক, মুফীত জিয়াউল হক, মুফতি মাহবুবুর রহমান, মুফতি আল আমিন, মাওলানা মোঃ কাইয়ুম. মাওলানা মাসাউদুর রহমান, মুফতি আব্দুল গণি, মাওলানা আব্দুল হাই প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে কওমী মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী. মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে এসে এ সমাবেশে অংশ নেন। শনিবার (২০ ফেব্রুয়ারি/২১) এ বিষয়ে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন বলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাযিম উদ্দিন ঘোষণা দেন।