জন সচেতনতা বড়াতে গৌরীপুরে টিকা নিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

Iqbal Hossain Jewel / ১৯১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার বাবা-মাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিয়েছেন নায়িকা জ্যোতিকা জ্যোতি। মানুষকে সচেতন করতে নিজের এলাকায় টিকা নিয়েছেন ওই নায়িকা।

এ সময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, ডা. একেএম মাহফুজুল হক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে জ্যোতির বাবা নিতাই পাল ও মা পূর্ণিমা পালকে সঙ্গে নিয়ে এসে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে ফেসবুকে জ্যোতিকা জ্যোতি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন- প্রত্যন্ত অঞ্চলে করোনা নিয়ে যতটা হাসাহাসি ছিল এখন ভ্যাকসিন নিয়ে ততটাই ভীতি! আমার সাধ্যমতো মানুষকে সচেতন করার অংশ হিসেবে আমি আমার গ্রামের বাড়ি, আমার এলাকা গৌরীপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন নিলাম আমার পুরো পরিবারসহ। আপনারাও নিয়ে নিন, কোভিড প্রতিরোধ করুন, সুস্থ থাকুন।

তিনি বলেন, টিকা নিতে এসে মুগ্ধ হলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার পুরো টিমের আন্তরিকতা ও আতিথেয়তায়! তিনি নিজে উপস্থিত থেকে আমাদের সব তত্ত্বাবধান করলেন! অনেক উন্নত দেশে এখনো ভ্যাকসিন যায়নি অথচ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে গেছে। করোনা মোকাবিলা সত্যিই শেখ হাসিনা সরকারের অনন্য কৃতিত্ব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর