করোনা সর্বশেষঃগৌরীপুর উপজেলা

Iqbal Hossain Jewel / ৯৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর, ময়মনসিংহ
০৯.০৪.২০২১ তারিখে কোভিড-১৯ আপডেট:- শুরু থেকে সর্বশেষ তথ্য মতে৷৷ মোট ৫৪৫টি নমুনা পরীক্ষার বিপরীতে মোট ৫৫ জন কভিড-১৯ আক্ররান্ত সনাক্ত করা হয়। আক্রান্তদের মাঝে ইতিমধ্যে ৫১ জন সুুুস্হ হয়েছেন। বর্তমানে ১জন হোম আইসোলেশনে ও ১জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কভিড-১৯ আক্রান্ত হয়ে উপজেলায় ইতিমধ্যে ২ জন মৃত্যুবরন করেছেন।

  • মোট নমুনা সংগ্রহ: ৫৪৫ টি
  • কোভিড -১৯ পজিটিভ মোট রোগী: ৫৫ জন
  • বর্তমানে হোম আইসোলেশনে : ১ জন
  • হাসপাতালে আইসোলেশনে : ১ জন
  • আইসোলেশন থেকে মুক্ত: ৫১ জন
  • মৃত্যু: ২ জন (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে)

ইউনিয়ন ভিত্তিক কোভিড -১৯ রোগী:

(১) পৌরসভা-১০ (সুস্থ ৯,মৃত ১ )
(২) মইলাকান্দা -০২ (সুস্থ )
(৩) গৌরীপুর সদর -০২ (সুস্থ১,মৃত ১)

(৪) অচিন্তপুর -০৪ (সুস্থ৩, আইসোলেশনে ১)
(৫) মাওহা-০১(সুস্থ)
(৬) সহনাটি -০৪ (সুস্থ )
(৭) বোকাইনগর -০৩( সুস্থ )

(৮) রামগোপালপুর -১৩ (সুস্থ১২,আইসোলেশনে ১)
(৯) ডৌহাখলা -১১ (সুস্থ )

(১০) ভাংনামারী -০৩ (সুস্থ)
(১১) সিধলা-০২ (সুস্থ)

ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর, ময়মনসিংহ।
People Reached


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর