ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুরে রোববার (২ মে/২০২১) রাশিদা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাশিদার বড় ভাই মো. উজ্জল মিয়ার (৩২) অভিযোগ তার বোনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী হৃদয় মিয়া, শ্বাশুড়ী মোছা. রহিমা খাতুন ও শ্বশুড় মো. রফিক মিয়াসহ পরিবারের লোকজন পালিয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক অবস্থায় ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে তাই এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঈশ্বরগঞ্জ উপজেলার সরিশাহাড়ি গ্রামের ফজলুল হকের পুত্র নিহতের বড়ভাই মো. উজ্জল মিয়া জানান, প্রায় ৭মাস পূর্বে তার ছোট বোনকে রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. রফিক মিয়ার পুত্র মো. হৃদয় মিয়ার নিকট পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য তার বোনের ওপর নির্যাতন-নিপীড়ন চলছিলো। বারবার টাকা দেয়া হলেও বোনের ওপর নির্যাতন বন্ধ হয়নি। গত ৬/৭দিন আগে মাহে রমজানের ইফতার সামগ্রী ও বোনজামাই-বোনের জন্য নতুন কাপড়-চোপড়ও নিয়ে আসি। এর দু’দিন পরেই বোন ফোন দেয় টাকার জন্য তাকে নির্যাতন করছে, কিছু টাকা দিতে হবে। আমরা বোর ধানকাটা নিয়ে ব্যস্ত ছিলাম, বলেছি পরে দিবো। এরমধ্যে বোনকে মেরে আড়া’র ঝুলিয়ে রেখেছে।