গৌরীপুর ক্ষেতমজুর সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

juel / ৯৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ষ্টাফ রিপোর্টার;

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মে/২০২১) ক্ষেতমজুরদের প্রত্যেক পরিবারকে ৫হাজার টাকা করে করোনাকালীন কর্মহীনদের মাঝে প্রণোদনা, পল্লী রেশনিং, স্বাস্থ্য সুরক্ষা গণবিগ্রেড গঠনসহ ১০দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। রাষ্ট্রপক্ষের প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হারুন আল বারী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অংশ নেন মোস্তাফিজুর রহমান বুরহান, আলী আশরাফ আবীর, তাসাদদুল করিম, মোখলেছুর রহমান প্রমুখ। অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে করোনাকালীন দুর্যোগের মুর্হুতে ব্যাংক ও এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধকরণ, গ্রামীণ ক্ষেতমজুর মারা গেলে প্রত্যেককে ৫লাখ টাকা করে ক্ষতিপূরণ, বিদেশফেরত শ্রমিকদের কর্মসংস্থান ব্যবস্থাকরণ, গ্রামীণ মজুরদের ৭দিনের প্রশিক্ষণ মাধ্যমে ‘স্বাস্থ্য সুরক্ষা গণবিগ্রেড’ গঠন করা, নারী ও পুরুষ সকলের দৈনিক মজুরী ৮শ টাকা নির্ধারণ করা, হাটবাজারে গরিব শ্রমজীবী মানুষের নিকট থেকে তোলা আদায় বন্ধকরা, গ্রামেগঞ্জে রিকশা-ভ্যান, ভটভটি ও অটোচালকদের নিকট থেকে বেআইনী চাঁদা আদায় বন্ধকরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর