ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুণ পার্ক এলাকায় বৃহস্পতিবার (২৭ মে/২০২১) রাত ১টা ২০মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত সময়ের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে গোডাউন, বাসা-বাড়ি, দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা বেগ প্লাজায় অবস্থিত জনতা ব্যাংক ভবন স্পর্শ করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দুর্ঘটনাস্থলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, সাংবাদিক ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি।
এ রির্পোট লিখা পর্যন্ত (রাত ২টা ৪৫মিনিট) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, এখনও নিয়ন্ত্রণে কাজ চলছে। বিভিন্ন অংশ আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত বিষয়ে এই মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিমেন্ট, রড, গ্যাস সিলিন্ডারের গোডাইন, পাটের বস্তার গোডাউন, বইয়ের দোকান, আসবাবপত্রে দোকানসহ, ৬টি বাসা-বাড়ি পুড়ে গেছে।