গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ অনুষ্টিত

juel / ৭৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

আনোয়ার হোসেন শাহীনঃ

” ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছ দিনকাল” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৭ জুন ( সোমবার) আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ উপলক্ষে স্থানীয় অফিসার ক্লাবে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আবিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদেরচেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমদ, প্রেস ক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেগ ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন,
মইলাকান্দা ইউনিয়ন ভুমি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় সঞ্চালক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান অবগত করেন যে, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ভূমি সেবা ডিজিটাল হচ্ছে। পর্চা ও নামজারী প্রক্রিয়া ডিজিটালের পর বর্তমানে ভূমি উন্নয়ন কর প্রক্রিয়া কার্যক্রম অনলাইন করনের কাজ শুরু হয়েছে। আগামী জুলাই থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর