আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে ২৮ জুন(সোমবার) ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ -টু প্রজেক্ট( এন এটিপি) প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় এএল এফ-টু ম্যাচিং গ্রান্টের অনুকূলে ” গবাদিপশুর খাদ্য প্রক্রিয়াজাত করন ও বাজারজাত করন এবং মুরগীর বাচ্চা উৎপাদন, উৎপাদিত বাচ্চা বাজারজাত করন” শীর্ষক উপ প্রকল্পের আওতায় উপজেলার বালিয়াপাড়া গরু হৃষ্টপুষ্ট করন সিআইজি ও ঘাটের কোনা মুরগী পালন সিআইজিতে মালামাল ও যন্ত্রাংশ বিতরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহা.আব্দুল করিমের সভাপতিত্বে এক আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম,উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ( এলডিডিপি) ডাঃ মোঃ আসমাউল ইকবাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ( এন এটিপি) ডাঃ মাহমুদা আক্তার প্রমুখ।আলোচনা সভা শেষে উপজেলা সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া সিআইজিতে দুটি ইজিবাইক, একটি ব্যাটারী চালিত ভ্যান,একটি ফিড ক্রাসার,একটি ঘাস কাটার চকার মেশিন।
সহনাটি ইউনিয়নে ঘাটের কোনা সিআইজি ডিম থেকে বাচ্চা ফুটানোর ইনকোভেটর মেশিন,পরিবহনের জন্য তিনটি ইজিবাইক হস্তান্তর করা হয়।
পরে উপজেলা খামারিদের মধ্যে সঠিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করনে উৎসাহিত করন এবং গবাদিপশুতে স্টেরয়েড / হরমোন অপপ্রয়োগ কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম।