আনোয়ার হোসেন শাহীন:
ময়মনসিংহের গৌরীপুরে ১৮ জুলাই ( রবিবার) দুপুরে পিডিবি’র ছেড়া তারে বিদ্যুতপৃষ্ট হয়ে ইয়াসিন(৫) নামে এক শিশুর মৃত্যু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।
এলাকাবাসী জানায়, উপজেলার বোকাইনগর ইউনিয়নে দারিয়াপুর গ্রামের মোঃ হৃদয় মিয়ার ছেলে । ইয়াসিন দুপুর ১টায় বাড়ীর সামনে রাস্তায় উঠলে বিদ্যুতের সার্ভিস লাইনের ছেড়া তারে জরিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এলাকাবাসী দ্রুত হাসপাতালের নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য যে,দীর্ঘদিন ধরে বিদ্যুতের তারটি ঝুলে পড়ে ছিল। যে কোন সময় দুর্ঘটনায় আশঙ্কায় অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব গৌরীপুর আবাসিক প্রকৌশলীকে অবগত করার পরেও বিদ্যুতের তারটি মেরামত করা হয়নি। মেরামত না করায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ । এ দিকে এলাকাবাসী আবাসিক প্রকৌশলী বিচার দাবীতে মিছিল করে লাশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্বারক লিপি প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আস্বাস দেন।
আবাসিক প্রকৌশলী বিল্লাল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার কবলিত লাইনে প্রকল্পের কাজ চলছে। এ ঘটনার জন্য আমরা দুঃখিত।অতিসত্বর লাইনটি মেরামত করা হবে।